অন্য কোনদিন
------মলিনা দেবনাথ
সবার মাঝে নিজেকে খুঁজি বার বার,
ছুটে যাই শহর, গ্রাম, অজো পাড়াগাঁয়ে।
দিনের পর দিন চলে যায়
সাধারণ মানুষের সুখ দুঃখের মাঝে।
মিলেমিশে একাকার হই
সতত তাদের সাথে।
নিজেকে সারাদিন ব্যস্ত রাখি,
কাজ একটাই, সমাজের ক্ষতস্থানে মলম লাগাবার
পারি কিংবা নাই পারি,
তবুও ছুটে যাই।
মাঝে মাঝে ছন্দছাড়া হয় পারিবারিক জীবন
কর্তব্য পালনে ভাঁটা পড়ে বারবার।
ওরা, নিত্য ভালো মানুষ,
নয়তো ভবঘুরে মানুষ নিয়ে সংসার?
সময় পেরুতে লাগল।
ওরা নিজেকে গুছিয়ে নিয়েছে।
অপেক্ষমান সময় কাটলো আমি ছাড়া ।
আদর স্নেহ ভালোবাসা সব ছিল।
অভাব শুধু সময়ের ।
আমি বললাম আজকের দিনটা শুধু তোমার জন্য।
সব কাজ ফেলে মনে প্রাণে অপেক্ষা করছিলাম
শুধু তোমার জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন