সৃষ্টি নাকি ধ্বংসের প্রতীক ??
------বর্ণা দাস
আধুনিকতায় মোড়া সভ্য জগত ,
শুধু ছুঁতে চায় সফলতার উচ্চ চূড়া ।
নিজের শ্রেষ্ঠত্ব জাহিরে ব্যস্ত আজ ,
ভেঙে গুড়িয়ে দিচ্ছি না তো শিরদাঁড়া ?
চারদিক ঘিরে শুধু প্রযুক্তিবিদ্যা ,
তাতে হারিয়ে গেছে কোমল শৈশব ।
পৃথিবীটা যেন হাতের মুঠোয় ,
আলোতে থেকেও , অন্ধকারে তলিয়ে যাচ্ছি না তো সব ?
মানুষ এখন বাক্স-বন্দি ,
চার দেওয়ালে আবদ্ধ শ্বাস-রুদ্ধ জীবন ।
রোজ বিষের জ্বালায় পুড়ছে শহর ,
কে রাখে তার খোঁজ ? এখানে সবাই যে যার মতন ।
দুপুরের সোনালী রোদ আর বিকেলের আড্ডা ,
এখন এসব পুরোপুরি অতীত ।
বর্তমানে চলছে শুধু অগ্রগতির প্রতিযোগিতা ,
আর সাথে সফলতার হার জিত ।
বায়ুতে বইছে যেন দূষণের ছাই ,
বেড়ে চলেছে সবুজের মৃত্যু মিছিল ।
অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যায় ডোব দিয়ে ,
মানুষ হয়ে যাচ্ছে না তো প্রাণহীন, শিথিল ?
পুরোনো জীবনধারা ভুলে গিয়ে ,
আধুনিক আর সভ্য হয়েছি তা ঠিক ।
তাই হয়তো প্রাণ খুলে বাঁচতে ভুলে গেছি সবাই ,
তবে এটা নতুনত্বের সৃষ্টি নাকি ধ্বংসের প্রতীক ??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন