বদলায় কতকী ?
-----রাহুল নাগ
দিন যায় তারি সঙ্গে বদলায় কতকী ?
বদলায় শিশুর মুখের হাসি।
এনে দেয় যৌবনের আনন্দ জৌলুস,
শুরু হয় জীবনের প্রতি মুহুর্ত, জীবন সংগ্রাম।
হারিয়ে যায় সকলে শৈশব থেকে সংগ্রাম জীবনে,
নতুন জীবনে কেহ ডুবে আনন্দ ঐশ্বর্য আনন্দ রসে।।
কেহ বা বেঁচে থাকে শুধু প্রাণ নিয়ে মৃত প্রাণীর ন্যায়।
থেকে যায় দুঃখ আর দুঃখ আনন্দ অনেক দূরে।।
সুখ দুঃখ মিলায় একই ভাষায়।
প্রতি প্রাতে ফোটে কত নতুন ফুল,
থাকে না ফোটে চির অমর হয়ে।
সৌরভ দিয়ে চলে যায়, আবার নতুন জন্মায়।
কিন্তু আসে না তারা যারা ছেড়ে চলে যায়,
বদলায় কত ইট, পাথরের প্রাচীর।
শুধু দেখামাত্র বুক কাঁদে পুরানো ব্যাথায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন