কোনো মানে হয়??
------ অভিষিক্তা রায়
পৃথিবীতে নববধূর রূপের ন্যায় আলোকিত চাঁদের চুরি যাওয়া জ্যোৎস্না ফিনিক দিয়ে আসবে,আষাঢ়-শ্রাবণের বাদল মুখরিত দিনে ওই দূরে টিনের চালে টুপটাপ অথবা ঝমঝম বৃষ্টির সেতার বাজবে;সেই অলৌকিক হৃদয়হরণকারী সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না।
কোনো মানে হয়?
একদিন নদীটির চড়ে পলি পরবে, ছোট্ট কুঁড়েঘরটিতে আলো-আঁধারীর লুকোচুরি চলবে,একঝাঁক সাদা চিল আকাশের নীলে হারাবে;অথচ সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য আমি থাকবো না।
কোনো মানে হয়?
সেদিনও থাকবে গ্রীষ্মের মাঠে রাখালের বাঁশি,ছায়া ঢাকা গ্রাম,ভোরের বাতাস,পুকুরের জলে সাঁতারু হাঁস,বুড়ো বাউলের ভাটিয়ালি গান,কাক-কুহুকের ডাক;কিন্তু কোথাও আমি থাকবো না।
কোনো মানে হয়?
সবুজ পাতায় নিশির শিশির,মাঘের কোকিল,থাকবে পৌষের মেলা,তুলসিতলার সান্ধ্য প্রদীপ ডেকে যাবে ছেলেবেলা;জানোতো তবুও এগুলো আমায় সেদিন কিছুতেই স্পর্শ করবে না।সত্যিই কি
কোনো মানে হয়??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন