রেল গাড়ি
-------অমলেন্দু চৌধুরী
রেল চলে, দুটি জুড়া পাতে;
চলে সরবে নীরবে দিন রাতে।
উঠা নামা জনদল, যে যার কাজে;
সম্ভাষণ সবারে, কুহু কুহু বাজে ।
ডাকাডাকি হাকাহাকি, লাইনে গাড়ি;
আপন গতিতে, যায় সবে বাড়ি ।
নীরবে সহে ব্যথা, রেলের পাতন;
কে আর বুজে, কার যাতন !
কভু শুধায় তারে, সৌরাজ চাঁদা;
খোলাকাশে জ্বলে পুড়ে, কেমন দাদা?
রেল যেনো বলে, আমিতো অবুজ!
তবু যেনো, সবাই থাকে সবুজ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন