বর্ষা সুন্দরী
                       ------রাজেশ ভট্টাচার্য্য
হে সুন্দরী, শুনছো আমার কথা?
হ্যাঁ গো তোমাকেই বলছি,
সবাই তোমাকে রানী বলে ডাকে,
আমি তোমাকে সুন্দরী বললাম,
তাতে আবার রাগ করো না কিন্তু।
আচ্ছা তুমি শরৎবাবুকে চেনো?
 উনি এলেই চলে যাও কেনো?
 তুমি খুব ভালো গো,
 তোমার আগমনে ধরণী হয়ে উঠে সিক্ত,
 নদী রূপের বসন পড়ে
 মহাকল্লোলে ক্রীড়া করে,
 ময়ূর পুচ্ছ তুলে নাচে।
তবে একদিন  তোমাকে
খুব ভয় পেয়েছিলাম জানো,
সেদিন আমার মনে হল
 তুমি তোমার রূপের জোয়ারে
পুরো পৃথিবীটাকে ভাসিয়ে দেবে।
সেদিন বুঝি তোমার খুব রাগ হয়েছিল?
  কেনো রাগ করেছিলে গো?
তোমাকে দেখে মুগ্ধ হই,
 যখন তুমি অপরূপ সাজে সাজো।
 আর এমন ভাবে রাগ করো না,
তোমাকে আমার মাথার দিব্যি দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন