সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২২ জুন, ২০২০

কবিতা সরকার


         বর্ষা নানারূপে 

                   ----- কবিতা সরকার


কোনো এক মাতাল করা বর্ষা দিনে
যখন মেঘ ছুটছে মাথার পড়ে
খেলছে রোদ লুকোচুরি
মেঘের সাথে বাঁশ বাগানে ।
 যখন হিজল আর তমাল বনে
বৃষ্টি ফোঁটায় মুক্তো ঝরে
তখন আমি সুর বেঁধেছি
বর্ষা রাগে আপন মনে ।
হঠাৎ এক দমকা হাওয়া
করলে আঘাত আমার পানে
চেয়ে দেখি পিছন ফিরে
ভাসছে বাসা অথই জলে ।
ভাসছে কত গরু বাছুর
জমানো সব শস্য কত
কত বাড়ির উড়লো চালা
ভাঙলো সেতু গাছের মতো ।
দিশেহারা মানুষগুলো
ছুটছে সব বাঁচার টানে
কেহ বা বুঝছে এখন
ঘটলো সবই তাদের ভ্রমে ।
এত ব্যাথা ছিল মা তোর
লুকানো কোন হৃদয়ে
দিলি সব উজাড় করে
সাত দিনেরই অশ্রুজলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন