অপরূপ বর্ষা
------- কলি দেব নাথ
ক্লান্ত ধরণীর বুকে শান্ত ভাষা,
বয়ে নিয়ে আসে অপরূপা বর্ষা।
নবীনা সুভাষিতা কোমল হৃদয়,
সিক্ত ধরণীর যৌবন আলোয়।
দিগ দিগন্তের সবুজের খাসা,
কিষান হৃদয়ের চির প্রত্যাশা।
আকাশে বাতাসে অপরূপ দৃশ্য,
সিন্ধু- তটিনী প্রেম উন্মাদে ভাস্য।
খালে বিলে ভাসে কলমীর লতা,
কবির প্রাণে জাগে ছন্দের গাঁথা।
ফুলে ফলে সজ্জিত পরন্ত বেলা,
আকাশে গুরু গুরু মেঘের খেলা।
মরা গাঙে ভাসে জোয়ারের জল,
যৌবন নিয়ে আসে উদ্যম ঢল।
আকুলিত মেঘরাশির দুরন্ত পণা,
মাঝপথে অনাহুত চিলের হানা।
বরষে সরসে জাগে অঙ্কুর কণা,
হৃদ মাঝারে ভরে নৃত্যের দানা।
শন শন বাতাসের টলটল জলে,
স্মৃতির দুয়ার ভিড়ে পাল তুলে।
বিগলিত বর্ষার প্রগলিত ধারায়,
কখনো বয়ে যায় নিদারুণ বন্যায়।
তবুও উচ্ছসিত প্রাণের সাদর বেষ্টন,
নন্দিত ধরণীর সিক্ত আলিঙ্গন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন