সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২২ জুন, ২০২০

কিশোর কুমার ভট্টাচার্য


               বর্ষা

                      -----কিশোর কুমার ভট্টাচার্য

আবহাওয়ার পূর্বাভাস ;--
ভারতীয় উপমহাদেশে
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
আসিতেছে যথাসময়ে৷
শুনিয়া এ বারতা
ভারতমাতার সন্তান
মনে মনে রচিল
নতুনের গান৷
জ্যৈষ্ঠমাস যবে
তাহার লীলায় টানিছে ইতি
দখিনা পবন বহিল জোরে
পালে লাগিলো গতি৷
দেখিয়া তিন-চারিদিনের
দখিনা বায়ুর জোর
 বৃদ্ধপিতা বলিলেন,
সাগর হইতে উঠিছে জল
নামিবে বাদলের ঢল৷
পুকুর ঘাট- পাড় শীঘ্র
সারাই করিয়া লহো
ডিঙিখানি ঘাটের কিনারায়
আনিয়া বাঁধিয়া রাখো৷
বৃদ্ধামাতা বলিলেন,---
সপ্তাহখানিকের চাল,ডাল,তেল,লবণ
যাহা প্রয়োজন
আনিয়া রাখো গৃহে,
বর্ষা নামিলে কী ঘটিবে
বলিতে পারিবে কি হে?
 যেমনি ফরমান তেমনি কাজ
 সমস্ত আয়োজন হইলো সারা
বরষিল ঘনধারা
মাঝে মাঝে  গরজিল বাজ৷
একটানা বরিষণে
ডুবিল পথ-ঘাট,
ধান্যক্ষেত্র হইলো হাওড়;
ভেলায় ভাসিল কিশোরী- কিশোর ৷
জালহাতে গ্রাম্য যুবক
কাটাইলো নিশি
ভরিলো থলি
প্রথম অবতারে৷
বন্যার জলে ভাসিল গ্রাম
নিমজ্জিত ঘর - বাড়ি
শরণার্থী শিবিরে আশ্রিত মাঝে
বণ্টিত হলো গুড়,চিড়া,মুড়ি৷
বন্যার জল নামিলে
যে যাহার গৃহে ফিরিলো
সকল যাতনা ভুলিয়া
পৃথ্বীরে নতুনে সাজাইলো৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন