বর্ষা
------পবিন্দ্র দেবনাথ
বর্ষা মানে ভারী বৃষ্টি ।
নতুন কিছু হবে সৃষ্টি ।।
বর্ষা মানে পূর্ণ ভরসা।
কৃষকের ভালোবাসা ।।
বর্ষা মানে আম-কাঁঠালের গন্ধ।
মালিক-চোরের দ্বন্দ্ব।।
বর্ষা মানে মাঠে কৃষক ।
ভূমি-তলে চলছে ফলক ।।
বর্ষা মানে আষাঢ়-শ্রাবণ ।
কৃষক বন্ধু আশা- প্রবণ ।।
বর্ষা মানে বন-মহোৎসব।
প্রকৃতি পুজোর এই তো উৎসব ।।
বর্ষা মানে গাছ লাগাও ।
পৃথিবীতে প্রাণ বাঁচাও ।।
বর্ষা মানে কাদামাটি ।
মাটির চেয়ে নেই যে খাঁটি ।।
বর্ষা মানে মেঘের খেলা ।
ঘোর অন্ধকার দুপুরবেলা ।।
বর্ষা মানে রৌদ্র-ছায়া ।
কত সুন্দর করবে মায়া।।
বর্ষা মানে বন্যা-প্লাবন ।
ভেসে যায় কতো যে ধন ।।
বর্ষা মানে আনন্দ-ধারা ।
মৎস জাতি পায় যে ছাড়া ।।
বর্ষা মানে সৃষ্টিশীলতা ।
জাগুক প্রাণে মানবতা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন