পরবাসে
----- অমল কুমার মাজি
বৃষ্টি-বাদল বাজায় মাদল
মেঘের গরজনে.........
বাজল সেতার মল্লারে কার
হাতের পরশনে।
নূপূর পায়ে আসল ধেয়ে
বিজ্লী-বরণ চপল মেয়ে
চরণে তার ছন্দ জাগে
খুশীর বরষণে।
উদাস কবি বাহির পানে
তাকিয়ে কেন কেউ কি জানে
চোখের পাতা ভিজল কি তার
প্রিয়ার অদর্শনে।
এমন ভরা শ্রাবণ মাসে
একলা ব'সে দূর প্রবাসে
কোন কবিতার খোঁজ করে সে
আজকে নিরজনে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন