সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২২ জুন, ২০২০

গৌতম নাথ


                তুমি সেই বসন্ত চন্দ্রিমা

                                    ------ গৌতম নাথ

আবার‌ও যদি বলো অপেক্ষার কথা তবে বুকের আলিঙ্গনটায় আবারও শ্রাবণ মেখে নেব।

চিরপ্রস্থান কতদূরে বিসর্জনের আলপনা আঁকছে জানা নেই , তবে এটুকু বুঝি আমার ঘনিষ্ঠ বুকটা কখনও অচ্যুতের শীতলতা মানে না।

আধভেজা  বর্ষাচোখে আমি সরল অপেক্ষাতেই ঝর্ণার স্বপ্ন সাজাই।

যে অসীমতায় আগমনীর আয়োজন করি তাতে কখন‌ও সর্বনাশের আঁচ লাগে না।

উষ্ণতার মানেই যদি উবে যায় তবে ওমের পাশে মিছিমিছি কেন যামিনী যাপন?

সকল সম্পর্ক তো আর অভিধানে স্থান পায় না , অক্ষরেও সাজানো যায় না।

একটা মহাশূন্য পরিপূর্ণতায় যার সাথে উদয়স্ত গাঁট বাঁধা টানাপোড়েন তাঁকে কি নামে নগ্ন করি?

ঘর মানেই তো যাপন ক্রিয়া , অঘরেও তুমি যে আমার রক্তক্ষয়ী অনামিকা সুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন