সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২২ জুন, ২০২০

অভিষিক্তা রায়


                          আমার বৃষ্টি

                                 --------অভিষিক্তা রায়

আজ সারাদিন অঝোর ধারায় মন কেমনের দিস্তা
পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা বর্ষা জলের তিস্তা
জলে ভেজা আমার শহর,জানালার কাঁচে বৃষ্টি ছাঁট
হেঁটে চলে ব্যস্ত জীবন,জল থইথই পথের বাঁক।

মন খারাপের জলের ধারায় ঠোঁট ছুঁয়েছে বৃষ্টিজল
চোখের পাতায় ভারী বর্ষণ চুঁয়ে পড়ছে অবিরল
মেঘের পরে দুরন্ত মেঘ জমিয়ে কোন বিবর্ণ আবেগ
বাউলের ওই একতারাটায় বাজায় স্মৃতির মল্লার রাগ।

দুপুর ভীষণ অভিমানী,দুপুর বড়ই স্বার্থপর
একলা পেলেই আমায় ডাকে হাত বাড়িয়ে তেপান্তর
শান্ত মনের স্তব্ধ পথে অবিরত মেঘের নূপুর
এক পৃথিবী প্রাণোচ্ছল আমার,আরেক পৃথিবীতে উদাসী দুপুর।

কেউ বা ভেজায় শরীরটাকে কেউ বা আবার স্নিগ্ধ মন
তপ্ত মনে তৃপ্তি আসুক বারি ধারায় কিছুক্ষণ
অতীত হলেও স্পষ্ট দেখি ঘষা কাঁচে আবছা জল
তরী ভাসুক তীরের টানে,মনে তৃষ্ণার জল টলমল।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন