বৃষ্টি
------ সুকমল গুপ্ত
আজ দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে,,
প্রচন্ড ঝড়ো হাওয়া,
বিদ্যুৎচমক, সাথে গুরুগম্ভীর বজ্রপাত,
এ যেন মনে হচ্ছে ,
প্রকৃতির রাজ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে
জাহির করতে চাইছে নিজেকে।।
খনিকের মধ্যেই শান্তি, যেন
একটু হাঁপছেড়ে বাঁচা,
স্বস্তির নিঃশ্বাস ফেলা,
হ্যাঁ, বৃষ্টির কথাই বলছি।
দশভূজার মতো সর্বগুণ সম্পূর্ণা,
যেন আপন তৎপরতায় চালিয়ে যাচ্ছে,
প্রকৃতিকে নবরূপে সাজাবার যজ্ঞ।।
এ কাজ যেন একমাত্র তার-ই সাজে।
সে-ই যেন দীক্ষা গুরু,এই বিশ্ব সংসারের,
সে-ই যেন সৌন্দর্যতার আরেক নাম,
যেন ভালোবাসার বিশুদ্ধতম রূপ,
যার নির্মল প্রেম চিত্তে
ডুবে রয়েছে পৃথিবীর প্রতিটি মানব- মানবী।
যার আশ্রয়ে বিলীন হয়ে যায় চোখের জল
প্রকাশিত হয় শুধুই হাসি,
যার আশ্রয়ে সিক্ত হয় তৃষ্ণার্ত হৃদয়।।
বিশেষণ প্রয়োগ আমার জানা নেই,
শুধু জানি ,
তার এই বিশালত্বকে ব্যাখ্যা করার সামর্থ,,
আমার নেই।
এক পসলা বৃষ্টির পর,
স্নিগ্ধ , শান্ত, মনোরঞ্জক এই পরিসর
ছোট বড় গাছ গুলোকে দেখে মনে হল
ওরা হাসছে,,,! খেলছে,,, !
ওরা ,,মনের কথা খুলে বলছে,
নিজেদের মধ্যে,,,,!
ঝেড়ে ফেলে , ধুইয়ে নিয়েছে ,
সমস্ত পুরাতন।।
সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ,
মেঘ ডাকার মৃদু শব্দ , থেমে থেমে শোনা যাচ্ছে
কিছুক্ষণ পর পরই।।
হালকা বাতাস , যেন একটু বেশিই স্নেহ দিয়ে
বয়ে যাচ্ছে গায়ের ওপর দিয়ে,
ঝিরঝির বাতাসে পাতার নাচ,
অনেক দূর থেকে ভেসে আসা পাখির সুর,,
ফুরফুরে মেজাজে চলছে ওদের মত বিনিময়,
ওরা যেন বলতে চাইছে - আমরা ভালো আছি।।
ক্রমে ঘনিয়ে আসে রাতের অন্ধকার,
সুদূর পশ্চিম দিগন্তে ,,
মেঘের আড়ালে লুকিয়ে থাকা লাল রং,
ধীরে ধীরে হারিয়ে যায় তামসীর করাল গ্রাসে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন