মেঘবালিকা
-----মিঠু মল্লিক বৈদ্য
মেঘবালিকা, অরূপ তোমার সাজ;
কাজল টানা চোখ;
মেঘবর্ণ অবয়ব,
ঝড়ে মুক্তো হাসি
বরষা ভরা,ভর-দুপুরে।
যদি বল,প্রেমিক হতে পারি।
অবহেলার স্বপ্ন ভুলে ;
বিলীন হবো সৌন্দর্যে;
ভালোবাসার পূণ্য ধারায়
তীব্র বেগে ঝড়বো দুজনে।
বল যদি,পাহাড় হবো
খেলবো প্রেমের লুকোচুরি,
ভাসবে ; ডানা মেলে
সূদুর ঐ নীলদিগন্তে,
লাজুক চোখে,মিষ্টি হেসে
ঝড়বে মোর কলেবরে।
যদি বল,আকাশ হবো,
যেথা খুশী, সেথা যাবে ভেসে;
আলতো করে,হাত বুলাবো
তোমার লজ্জা-রাঙ্গা আস্যে।
ভালোবাসার চোখ-রাঙ্গিয়ে
নেবো বুকে টেনে।
নীরদবর্ণ মেঘবালিকা!
বলো যদি;হবো নভশ্চর,
দ্বিধাহীন চিত্তে,ছুটবো তব পানে;
বৃষ্টি রূপে,ঝড়বে যবে তুমি;
যুগল ডানা, দেবো বিছিয়ে।
যদি বল,বাতাস হবো,
নিদানকালে,সঙ্গী হয়ে
ঝঁপিয়ে পড়বো দিঘির জলে
তব স্মিতহাস্যে;থাকবো দুজনায়,
একে অপরের হয়ে।
বলো যদি,হবো ঊর্মিমালী,
তব খরশান অম্বুধারা;মিশবে আমাতে,
যাব বিলীয়ে ;অথৈই তলে,
থাকবো সুখে,একে অপরের মনন্তরালে।
এমনি করে,ভাবি তোমায়
আনমনা দুপুরে,চৈতের দিনে
বিষাদ -ভরা, যাতনা যত
দেবে ধুঁয়ে, অমৃত ধারায়।
স্তব্ধ অবনী;হবে খরস্রোতা
তব রিমঝিম সুরের মূর্ছনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন