মেঘের ডানা
                                    -----অমিতাভ চক্রবর্তী
খোলা জানালার পাশে দাঁড়িয়ে নয়ন সম্মুখে,
বারিধারার দৃশ্য দিগন্ত বিস্তৃত মাঠের মাঝে। 
ভরা গ্রীষ্মের বিকেল বেলায় বইছে সমীরণ,
আকাশ জুড়ে মেঘের ডানা যেন বর্ষার আগমন। 
দিনের ব্যস্ততার মাঝে জীবনের চলার গতি,
মেঘমালার আড়ালে সান্ধ্যকালীন প্রস্তুতি।  
রাতের জোনাকির আলোয় খুঁজে পাওয়া জলরাশি,
স্বপ্নের বালুচরে দেখা দেয়  আলোর  উঁকি। 
মেঘের জলপাত্রে আবদ্ধ মধ্যাহ্নের সূর্য রশ্মি,
গাছের পাতার আড়ালে পাখিদের দিনলিপি।
আগামীকাল হয়তো সরে যাবে এই ঘনঘটা,
   নতুন আঙ্গিকে হবে নতুন দিনের সূচনা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন