শুধুই দৃষ্টিকোণে
-------কবিতা সরকার
চারিদিকে বিজ্ঞাপন
খোয়া গেছে একজন,
সবখানে কোলাহল
খোঁজ করে দলবল।
না পাইয়া তারে বেঁহুশ বদনে,
কহে শুধু বারে বারে,
হায়রে মোর প্রানপ্রিয় সুখপাখী!
কোথায় হারালি তুই?
হতাশ নয়নে ভাবে একমনে
কিভাবে হারালো,
কোথায় কোন পথে?
সময়ের রীতে
বুঝিল সে বটে,
যাই না তো সুখ
কভু মাঠে ঘাটে।
ছিল আর আছে - চির অম্লানে
দৃষ্টিতে নয়.....
সে যে শুধুই দৃষ্টিকোণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন