সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

মধুমিতা ভট্টাচার্য


     শেষ পাতার মতো 


                        ------মধুমিতা ভট্টাচার্য 


মন খারাপী শব্দগুলো 

একঝাঁকে উড়ে বসে জানালায়, 

টুপ করে তা ধরতে গেলেই 

হারায় হাঁকা ডাকায় ।

একটা ঘর, দুইটা ঘর 

সব ঘরেতেই দিচ্ছে উঁকি 

তারপরেতে জোনাক হয়ে 

আঁধার পথে তার পাড়ি ।

ভাবনার আকাশ কুসুম 

নীলদিঘির জলে শালুক হয়ে ফোটে, 

বিকেল শেষের সন্ধ্যে পিওন 

ডাকটি পাড়ে চাঁদের পাহাড় টপকে ।

জলপরীটির পায়ের ঘুঙুর 

ঝিঙুর হয়ে মাঝরাতে ডেকে ওঠে ।

তার অনুরণিত ছন্দ রাগ 

মনের তারে ঝঙ্কার তোলে ।

ছন্নছাড়া স্মৃতির ঘরে 

অধিকার বোধের ঝড় ঝাপটা, 

ভেতরে যতই টানাটানি 

বাইরে বাঁধন জোড় দেওয়া ।

তবুও আশাটা 'শেষ পাতার 'মতো, 

যতক্ষণ সবুজ 

বেঁচে থাকাটাও ততক্ষণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন