সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

লিটন শব্দকর


          খেলাঘর-২


                    -----লিটন শব্দকর 


কেমন অকারণ সবকিছু

হেসে খেলে মুক্তি

সূর্যেরই গ্রহণ পেরিয়ে যায় একবেলা শেষে,

জীবন তো ভালোরাখার অর্থ লিখে রাখে পরতে পরতে।

কবিতা জলছবি নয়,একটা আত্মীয় রামধনু

যেখানে বহুদিন যায়

-ঠিকানা নেই কোনো তুমি'র

 ঠিকানা নেই কোনো আমি!

শুধু বৃষ্টির পর সুখি আকাশ সুখি বাতাসের মুখ,

শহরে কিছু নিশ্বাস ধরে রাখে নামধাম

বাকি হাঁটাপথই বেনামী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন