খেলাঘর-২
-----লিটন শব্দকর
কেমন অকারণ সবকিছু
হেসে খেলে মুক্তি
সূর্যেরই গ্রহণ পেরিয়ে যায় একবেলা শেষে,
জীবন তো ভালোরাখার অর্থ লিখে রাখে পরতে পরতে।
কবিতা জলছবি নয়,একটা আত্মীয় রামধনু
যেখানে বহুদিন যায়
-ঠিকানা নেই কোনো তুমি'র
ঠিকানা নেই কোনো আমি!
শুধু বৃষ্টির পর সুখি আকাশ সুখি বাতাসের মুখ,
শহরে কিছু নিশ্বাস ধরে রাখে নামধাম
বাকি হাঁটাপথই বেনামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন