সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

সুস্মিতা মহাজন

            

               তোমার হতে পারিনি 


                                     ------সুস্মিতা মহাজন


 তোমার ছলনার ছল বুঝতে পারি না বলে, 

আমি অভিমান করে থাকি।

অতীব সুন্দরী নই বলে, 

তোমার প্রেমিকা হয়ে প্রেমের স্পর্শ চাইনি। 

আমি বিশাল আকাশ হতে পারিনি বলে, 

তোমায় আশমানী রঙের তুলিতে রাঙাতে পারিনি। 

আমি কোনো লেখিকা নই বলে, 

তোমায় নিয়ে আজও কোনো কবিতা লিখতে পারিনি। 

আমি উড়ন্ত পাখি নই বলে, 

তোমায় নিয়ে ওই দূরে উড়ে যেতে পারিনি। 

তোমার মনের মতো হতে পারিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন