সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

অভিষিক্তা রায়


                      মান্যতা


                                 ------অভিষিক্তা রায়


বাক্যগুলো হিজিবিজি,কাটছে মনে দাগ-

শব্দেরা আজ হয়েছে বোবা,চাহনি নির্বাক;

শ্রোতারা যে ব্যস্ত ভীষন,যুক্তিতর্ক বোধে-

মন জানালায় খিল পরেছে,বিবেকের প্রতিরোধে;

কল্পনাতে গল্প বাঁচে,আগলে ধরে খাতা-

কলম খোঁজে কালির ছোঁয়া,পাতার স্পর্শে শূন্যতা;

ভাবনাগুলো কাব্যি করে,বেহিসেবি ধরন-

শিস ভাঙা ওই পেন্সিলে তাই স্তব্ধতার বিস্ফোরণ;

স্তব্ধতাতেই জীবন পাবে সন্ধি করার উপন্যাস-

ধ্বনি ছাড়াই জমুক তবে যোগ-বিয়োগের সহবাস।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন