সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

মিঠু মল্লিক বৈদ‍্য


        বেকারত্বের মর্মযন্ত্রণা


                            ------মিঠু মল্লিক বৈদ‍্য


স্বপ্নের ডালি সাজিয়ে জন্মদাতা সেদিন-

পাঠিয়েছে শিক্ষাঙ্গনে ঘুচায়ে দারিদ্রতা

মুছায়ে অশ্রুধারা,তরুলতা হবে মহীরূহ,

এ দারুণ প্রত‍্যয়ে।


বাড়ন্ত স্বপ্ন,ভবিষ‍্যৎ এর হাঁক;

নিত‍্য চড়াই উৎরাই,জীবন আস্ফাট,

ফাইলবন্দী যোগ‍্যতার শংসাপত্র,

বেকার যুবকের খাতায় খচিত নাম।


ছুটি এদিক ওদিক, দিকভ্রষ্ট পথিক যেমন

জুতোর সুকতলা ক্ষয়ে অবিরাম পথচলি,

হয়তো জুটবে চাকুরী,ঘুচবে বেকারত্ব

পলিত কেশবতী জননী হাসবে জয়ের হাসি।


পড়ন্ত বেলার পথ বেয়ে ফিরে আসি আলয়ে,

নিরাশার বালুচরে স্বপ্নরা কাঁদে অঝোরে,

মাথাকুঁড়ে ফাইলবন্দী যোগ‍্যতা,

জন্মদের বিশ্বাস বেকারত্বের বেড়াজালে অস্ফুট।


নির্বিকার বুদ্ধিজীবী,শংসাপত্রের নীরব ক্রন্দন,

তবুও আধাঁরের শেষে আলোর হাতছানিতে

ভোরের পথে আবার যাত্রাশুরু,একদিন আসবে সময়

দূর ভবিষ‍্যতে হবে অপসারিত বেকারত্বের মর্মযন্ত্রণা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন