চুপ চতুর্দশপদী
------সুদীপ কুমার চক্রবর্তী
চুপ থাকার থেকে সপাটে
না উচ্চারণই ভালো।
প্রতিধ্বনিতে মিলিয়ে যাক
আবছা সম্পর্কগুলো।
উপহাসের থেকে কটু ভাষ
অনেক স্বাস্থ্য সম্মত
বাঁকা হাসির তর্জমার
প্রত্যাঘাতও অসংযত।
বন্ধনের বন্ধ্যাত্ব অনেকটা
শুকনো ক্ষেতের মতো
চোখের জলে চাষ করলে
অনুশোচনায় ডেকো।
জীবন কি আর মুহূর্ততে থামিয়ে রাখা যায়!
বসন্তকে জানিয়ে রেখো শীতের অভিপ্রায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন