লড়াই
-------পায়েল মজুমদার
জীবনের সে কি পরিহাস,
জন্মের পর থেকে শুরু---
লড়াই,লড়াই আর লড়াই।
মেয়ে হয়ে জন্মেছি বলে,
লড়াই করতে হয়েছে পরিবারের সাথে।
মেয়ে বলেই,লড়াই করেছি লেখাপড়া শিখার জন্য।
আমি লড়াই করেছি--
নিজের স্বাধীনতার জন্য,
মুক্তির জন্য,সমাজে বেঁচে থাকার।
আমি লড়াই করেছি,
মানবের সাথে মনুষ্যত্বের।
আমি লড়াই করেছি,
ভালবাসার সাথে অর্থের।
লড়াই করতে করতে ক্ষত-বিক্ষত আমি,
ডানা কাটা পাখির মতো ছটপট করছি আজ।
আমি আর পারছি না
ক্লান্তি আমায় ঘিরে নিয়েছে।
আজ অবসর নিতে চাই,
লড়াই এর ময়দান থেকে চিরতরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন