সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

পায়েল মজুমদার


           লড়াই


                       -------পায়েল মজুমদার


জীবনের সে কি পরিহাস,

জন্মের পর থেকে শুরু---

লড়াই,লড়াই আর লড়াই। 

মেয়ে হয়ে জন্মেছি বলে,

লড়াই করতে হয়েছে পরিবারের সাথে। 

মেয়ে বলেই,লড়াই করেছি লেখাপড়া শিখার জন্য।

আমি লড়াই করেছি--

নিজের স্বাধীনতার জন্য,

মুক্তির জন্য,সমাজে বেঁচে থাকার। 

আমি লড়াই করেছি,

মানবের সাথে মনুষ্যত্বের।

আমি লড়াই করেছি,

ভালবাসার সাথে অর্থের। 

লড়াই করতে করতে ক্ষত-বিক্ষত আমি,

ডানা কাটা পাখির মতো ছটপট করছি আজ।

আমি আর পারছি না 

ক্লান্তি আমায় ঘিরে নিয়েছে।

আজ অবসর নিতে চাই,

লড়াই এর ময়দান থেকে চিরতরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন