পরদেশী ভালোবাসা
-------কাজী নিনারা বেগম
রাতের নির্জনে একাকী
নিঃস্ব হৃদয়,,
হাতরে এক অচেনা মানুষকে।।
গাঢ় অন্ধকার ভালোবাসায়,,
খুঁজে বেড়ায় এক অজানা অনুভবে।।
অনুভূতি তবে দিশেহারা হয়ে
মৃত্যুতে,,
নিঃশব্দে নীরবে ভালবাসায় আনমনা বাহানা রুদ্ধ দ্বারে।।
নামুক না হৃদয়ের রঙিন তুলিতে,,
অপেক্ষার ঘোলাটে আলো আঁধারে বেমানান আবেগের জমা ভিড়ে।।
উন্মুক্ত হোক বন্ধ কপাট,,
সিক্ত কাঠ গোলাপ ফুলের পাপড়ির ছোঁয়ায়।।
বেঁচে থাকে অফুরন্ত স্বপ্ন মনের গহীনে,,
তার মুখে অবিচ্ছিন্ন হাসি আছে।।
নীরবে নিভৃতে নির্জনে ,,
সে দৃঢ়তা গোপন করে যা প্রায় ভীতিজনক।।
জীবনে কিছু প্রশ্ন থাকে তার উত্তর নেই ,,
কিছূ ভুল থাকে তা শোধরানো যায় কি??
বেদনার বিষাদ কালো ছায়ায় বিদূর ক্লান্তি পথের তুমি ,,
বিমোচিত শ্রান্তি রথে মেটাবে বুকের প্রবল পিপাসা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন