সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

জগন্নাথ বনিক


  কলম হলো শ্রেষ্ঠ হাতিয়ার 


                                 ------জগন্নাথ বনিক 


কলম যে আমার শ্রেষ্ঠ হাতিয়ার 

সব অন‍্যায়ের বিরুদ্ধে লিখবো বারেবার ।

তাই তো আমার কলমটাকে বানিয়েছি

অন‍্যায়ের বিরুদ্ধে লেখার তলোয়ার ।।


জানি আমি পেরে উঠবো না 

অপরাধীদের সাথে।

তাই তো আজ কাগজ আর কলম দিয়ে 

লিখতে থাকি  অপরাধীদের বিরুদ্ধে ।।


সাহস করে কলম ধরে,

শপথ নিয়েছি আমি ।

অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা গুলো 

টুকরো টুকরো কাগজে লিখে রাখি আমি  ।।


কলম দিয়ে লিখব যত

অপরাধীরা ভয়ে কাঁপছে তত ।

বন্ধুকের  চেয়েও বেশী শক্তিশালী 

কলম যে  আমার হাতের শক্তি ।।


সমাজটা আজ অন্ধকারে 

ভয়ে কাঁপছে চারিদিকে ।

সমাজের আলো ফেরাতে হলে 

কলম যে  থাকতে হবে সবার হাতে হাতে  ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন