পঙ্গুত্ব
------রাজীব পাল
ভারী শরীরকে হালকা করার পালকগুলি
আমার সঙ্গী হয়না,
আলগা করে ছাড়িয়ে নেয় নিজেদেরকে।
অভিব্যাক্তি অভিযোজনেও তাদের জড়াতে পারিনা
আজ তাই আমার আকাশে উড়বার সাধ্য নাই।
ফুলকা পাখনার চরপড়ালি, আমার সঙ্গী হয়না,
ছাড়িয়ে নেয় নিজেদেরকে এই দুর্বাসা থেকে।
অভিব্যাক্তি অভিযোজনেও তাদের জড়াতে পারিনা
আজ তাই আমার জলে ডুবে থাকার সাধ্য নাই।
আছে শুধু কলঙ্কিত ভারী হাত
তাই আকাশ আর পাতালের মাঝে ফেঁসে
আজ আমি পঙ্গু কুপোকাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন