কালবৈশাখী
-----কবিতা সরকার
মেঘ-রোদ্দুর ভীষণ পর!
চিলেকোঠার ছাপড় ঘর
ঝুপসি আলো আঁধার করে
ঝড় আসে এই বৈশাখেতে ।
আমের বনে দামাল ছেলে
দল জুটিয়ে হল্লা করে।
নদীর ধারে মাঝিরা সব
সামাল সালাম উঠছে রব।
অনেক প্রশ্ন হৃদয় মাঝে
কালবৈশাখী ঝড় তোলে,
ঝড় কি শুধুই কলকাতাতে
নাকি তা বিশ্ব জুড়ে ?
তেমন যদি আফ্রিকাতে
ওঠে ঝড় বালির মাঝে,
ক্যাকটাসেও কি আঘাত হানে
স্নান করে কি বৃষ্টি জলে?
আবার যদি এভারেস্টে
ঝড় আসে এই বৈশাখেতে,
উড়বে কি সব বরফগুলো?
নাই কি সেথা একটু ধূলো?
স্বপ্নে দেখি আফ্রিকাতে
জমছে লোয়েস ঝড়ের স্রোতে,
সাইবেরিয়ায় যেমন করে
মেঘ চুরি যায় পুরন্দরে!
ভুটানেও কি ঝড়ের সাথে
বজ্র আসে বৈশাখেতে?
জাপানও কি উঠছে কেঁপে
আকাশ ভাঙা ঝড়ের ত্রাসে?
মধ্যরাতের নরওয়েতে
সূয্যিও কি যায় না ডুবে
কালবৈশাখীর অন্ধকারে?
সন্দেহ তো জাগছে মনে
শুধুই কেন বৈশাখেতে
অন্যরা কি বাধ সেজেছে
ঝড় কি শুধু-ই প্রলয় ডাকে?
রাত্রি নামে ঝড়ের শেষে
প্রভাত আসে রবির ডাকে,
অরুণ আলোয় জাগছে প্রাণ
প্রলয় নয় বিলক্ষণ!
জীবন ফেরে সবুজ প্রাণে
সৃষ্টি আছে ঝড়ের গানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন