"বসন্ত তুমি আমার নও"
------অভিজিৎ দাস
বসন্ত মানেই কি মাধবীলতা,
বসন্ত মানেই কি প্রেমের গান?
আমিতো দেখেছি কিছু ঝরা ফুলের,
নীরব অভিমান।
ওই দেখো চেয়ে কিশোরীর গাল,
রাঙিয়ে দিল কারা।
আমাকে দেখো এই অচিনদেশে,
একলা পাগলপাড়া।
বসন্ত তুমি আমার নও,
তুমি চলে যাও কোনো আলোর নীড়ে।
আমি বন্ধ ঘরে ভালোই আছি,
তীব্র অন্ধকারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন