সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

কাজী নিনারা বেগম


 

        বেদনার নীল আকাশ

              

                            ------কাজী নিনারা বেগম

  

আমি জানি তুমি কেন চাওনা ফিরে,

ঘর ছেরে এসেছ দেবতার মন্দিরে।।

পুতূল খেলার সাথি তুমি,

খেলেছি তোমাকে নিয়ে।।

মনের অনুভূতিতে চোখে চোখ রেখে 

চেয়ে আছি আজো তোমার পানে।।

আমি জানি তুমি কেন চাওনা ফিরে,

তুমি ছাড়া ছিল না কেউ অন্তরে ।

কাজল শিক্ত অশ্রু ছিল চোখের কোনায়, 

জানি না তুমি কেন ফিরেতে চাওনা ।

সেদিন পদ চিহ্ন ছিল ছলনা ভরা ,

বন পথে লতা তোমার যে পায়ে পরা ।

গোলাপ ফুলের কাটা লেগেছে হাতে,

গেথেছি মালা শুকিয়েছে হৃদয়,

কেন জানি না মন কাঁদে সর্বক্ষন ।নির্সংগতার ফেলে আসা স্মৃতি 

পেছনে ডাকে আমায়,

যেকথা শুনতে মনে ছিল আশায়।

মাটির দেবীকে  পড়িয়েছে আবরন,

সব ছেড়ে নেমেছ মনের মন্দিরে,

অথৈ সমু্দ্রে আছি একা,  

অভাগিনী নারী বোঝবো কেমন করে সে কথা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন