সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

জগন্নাথ বনিক


 

               প্রাপ্তি 


                             -----জগন্নাথ বনিক 


মানবজীবন বড়ই সুন্দর জীবন,

জন্মেছি ধরাধামে।

প্রাপ্তি এসেছে জীবনে মোর,

বাবা মায়ের কল‍্যানে।।


বাল‍্য, কৈশোর, যৌবন, বার্ধক‍্য,

চারটি কালের জীবন।

সুখের প্রাপ্তি, দুঃখের প্রাপ্তি থাকবে জীবনে,

ধরাধামে জনম জনম।।


সুখের প্রাপ্তি পাই যে মোরা,

মানব সেবা করে।

মাবব সেবা যে ঈশ্বর সেবা, 

জনম জনম ধরে।।


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,

যতই কর্ম করি।

প্রাপ্তি আসবে মোদের জীবনে, 

মানবজীবন কে ধন‍্য করি।।


রক্ত ঝড়েছে হাজারো বাঙালির,

লড়াই করেছেন বিপ্লবীনেতা।

প্রাপ্তি পেয়েছি মাতৃভূমির বুকে,

পেয়েছি দেশের স্বাধীনতা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন