সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

মিঠু মল্লিক বৈদ‍্য


 

                এসো বৈশাখ


                           ------মিঠু মল্লিক বৈদ‍্য


চৈতীর চিলতে চাঁদ, স্তব্ধ নিশিথিনী

মিষ্টি আবেগ;নির্মল হাসিতে,নতুনের উঁকি।

মনোরম প্রাতে সুললিত রবি আভায়

বৈশাখের সমাগম,চৌদিকে আশার স্বণ।


এসো নূতন; এসো আমার ঘরে এসো।

সুখ কারিগর সেজে; দৈন‍্যতা ঘুচায়ে;

হীনতা মুছায়ে; এসো তুমি প্রতি দ্বারে,

শূন‍্য প্রাণে পূর্ণতা দিয়ে সাজ নবসাজে।


বিহগ কূজনে,ঝরাপাতার বহতা স্রোতে

ভাসছে বিষাদের নির্মমতা,ক্ষুধাতুর মনে

বুভুক্ষার  জলন্ত  অনল ;তপ্ত দাবানল

মুখোশে আবৃত মানবিক বদান‍্যতা।


এসো বৈশাখ,এসো নব সাজে

দীপ্ত রবির স্নিগ্ধ আলোর পথ বেয়ে।

মিটায়ে ঔদাস‍্যতা ;শুচি করো ধরা

পশ্চাৎ জীর্ণতার নি:শব্দ উদ্ভাসনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন