সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

প্লাবন সরকার

                আমি গাঁজাখোর


                                 ------প্লাবন সরকার


মদে আর নেশা নাইরে, পাই না আফিমে,

ভোলে বাবার নামে একটু গাঁজা এনে দে।

শেখ সিগারেট নাই শেখের,কিনেছে জাপান,

নতুন শেখ টানলে মনে হয় টানছি পচা পান।

নেভি তো হেভি লাগে হোক না বাড়তি দাম,ু

বেনসন ও টানছি মাঝে খেয়ে বন্ধুর পাম।

গোল্ডলিফটা টানছি বেশি ডার্বিতে নাই স্বাদ,

এলডি সোনালি গ্রামীন টেনে দিলাম সব বাদ

ম্যারিস রেলি ম্যাড়মেড়ে তাই ব্লাক টানে মেয়ে

গোপাল বিড়ি আজিজ বিড়ি টানি শুধু চেয়ে।

নেশা আমার পেশা নয় রে আমি রোমান্টিক,

গাঁজার ধোয়ায় নেশা হয় না হয় শুধু গ্যাস্ট্রিক

ডিম মাংস ছুই না আমি চাই একটুখানি গাঁজা

বন্ধু আমায় দে না একটু কষ্ট করে তুই সাজা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন