একটি সাহিত্য পত্রিকা
অশ্রু
------রাজেশ ভট্টাচার্য্য
তুমি আমাকে আঘাত না করলে
হয়তো এতো সুর খুঁজে পেতাম না।
উলঙ্গ আকাশের নীচে যেদিন
আঘাত করেছিলে অকৃপণ হয়ে,
সেদিন বৃষ্টি নামেনি ভুলেও।
নীলিমা আজও কালো।
ব্যাথা যে বরফ হয়ে আছে।
হয়তো বৃষ্টি হয়ে নামবে,
তোমার ভালোবাসার উষ্ণপরশে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন