তান্ডবশ্রী
------কিশোর কুমার ভট্টাচার্য
সকলের মানসপটে
সুপ্ত কামনা,বাসনা--
হে তান্ডব!
তোমার আগমনে ঘুচবে
মার্তণ্ডের তীব্র জ্বালা -যন্ত্রণা।
ধরিত্রী সবুজে সবুজে
হবে কুসুমিতা ললনা।
মর্ত্যবাসীর আহ্বানে দিলে সাড়া,
মাঝরাতে শুরু গুরু গুরু
নড়াচড়া।
অবশেষে আলতো ছোঁয়ায় ভেজালে ফুলকলির মুখ,
তাতেই উলুধ্বনি-সকলে খুশ।
রাত পোহাতে নতুন প্রভাত--
এলো নতুন দিন- বছর
সবদিকেই সাজ সাজ রব।
মাঝ আকাশের সূয্যিমামা
গেলো হঠাৎ ঢেকে,
দুপুরে যেন মাঝ রাত্তির
নামলো ধরার বুকে।
হে রুদ্র!
বাজলো তোমার পায়ের ঘুঙুর
ভীষণ বজ্র নাদে --
ঘূর্ণনে ঘূর্ণনে মুচড়ে পড়ে
মর্ত্যবাসী তোমায় স্মরে তীব্র আর্তনাদে।
তান্ডবলীলা থামলে তোমার
নিঃশ্বাস ফেলে বৃক্ষ- লতা নব কিশলয়ে।
কুহু- কেকা- কাকলিতে
ধরা উঠলো মেতে
ওঁ শান্তি ওঁ
স্বস্তি উচ্চারিল মানব
স্নাত-সিক্ত পরিশুদ্ধ
ধরিত্রীতে।
রচনাকাল:-১৬-৪-২০২০
বৃহস্পতিবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন