সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

টিটু বনিক


 

              অদ্বিতীয়


                                   -----টিটু বনিক


ব্ন্ধ চোখে আমি তোমায় দেখি।

নির্বাক হয়ে ধ্বনি উঠে,

শূণ্য আকাশে তারারা যেভাবে চাঁদকে সন্ধান করে, 

আমি তোমার ছবি নিয়ে জগতে অনুরূপ খুঁজি। 

বিভ্রান্তিকর কিছু শব্দ আমায় ডাকে।

আমি দিশেহারা হয়ে তার সন্ধানে উন্মাদ থাকি। 

চারিদিকে অস্পষ্ট পথে ঘেরাও 

কালো কালো প্রাচীর ভেদ করে

 যা ক্ষণিকের জন‍্য হাত বাড়াই

আবার ক্ষণিকে উদাও।

আমি সর্বপ্রান্ত তোমায় দেখি।

আমি তোমার সদৃশ‍্য খুঁজি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন