শ্রীর আতঙ্ক
------রাজেশ ভট্টাচার্য্য
স্টেশনে হঠাৎ দেখা।
সমান্তরাল পাতা ইস্পাত চকচক রেলের উপর
চলন্ত কামরায় আছি
শ্রীময়ীর সাথে।
জানতাম না সুন্দরী এখন মায়ের ভাষাতেই
স্নাতকোত্তর হচ্ছে।
কথায় কথায় জীবনানন্দের রূপসী বাংলার
বর্ষাকে সুন্দরী বলায় তার অভিমানী জিজ্ঞাসা :
বাস্তবিকই কি বর্ষা সুন্দরী?
অস্বীকারের উচ্চারণ ফুটলো না আমার।
চমকে বিদ্যুৎ চোখ বুঝতেই
নিষিদ্ধ অন্ধকারে চলে রাত্রি যাপন,
আতঙ্কিত শ্রী।
বর্ষার আরো এক রূপ
আমার পাশাপাশি আসনে ।
শ্রী রূপের আরেক অবগাহন ।
রচনাকাল:- ২৯/০৫/২০২৩ ইং সোমবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন