সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১১ জুন, ২০২৩

চিরশ্রী দেবনাথ


 কৈলাসহর আমার বাবার বাড়ি


                      -----চিরশ্রী দেবনাথ



কৈলাসহর আমার বাবার বাড়ি

আমি চলে আসার পর কৈলাসহরে প্রতিদিন আত্মহত্যা হয়

এসব আত্মহত্যার জন্য দমকল ছুটে আসে না

দেহ গুলোর পোস্টমর্টেম হয় না

আসলে তাদের দেহই ছিল না

ছায়া আর রোদ দিয়ে তৈরি ছেলেমানুষ শরীর

সংখ্যায় অনেক তারা, 

আমার পঁচিশ বছরের '  আনন্দদুঃখআকাশপ্রবণতা '

যেগুলো এখনো প্রত্যেকদিন আলাদা আলাদা করে মরে যায়

আমি টের পাই, খুব বুঝতে পারি হাওয়ার দিক পরিবর্তনে

দুহাত বাড়িয়ে এই চির অশরীরীদের মুঠোতে বন্দী করে, নোনা জল ঢালি

২টি মন্তব্য: