স্পর্শের ক্যানভাসে
------জ্যোতির্ময় রায়
ফাগুনপাখির আমেজ নিয়ে বসন্ত আসে ফি-বছর
ফোটে ফুল
স্তরে স্তরে জমে থাকা ধুলোর পর্দা ছিঁড়ে পথগাছে
আসে মুকুল।
বসে যাওয়া স্বরে রব আসে শিল্পীপাখির
কুহুতানে শিস
বসন্তঢাকির
অভ্যস্ত ছবিতে জীবনবসন্তে যৌবনই আগুন
জ্বলে ফাগুন।
এ যে সায়াহ্ন
মাটির পিদিমশিখায় তৃপ্ত
ফি-বছর পলাশ-শিমূলরঙে
আকাশ দীপ্ত
এবেলা মনরাঙায় ফেলে আসা পট
পাকাচুলে জীবন ছটফট
আছি স্পর্শের ক্যানভাসে
বসন্তবাতাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন