সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১১ জুন, ২০২৩

বিধান চন্দ্র দে


 অবিন্যস্ত রাত

       ----- বিধান চন্দ্র দে


আজ নিদ্রাহীন রাত, 

সতর্ক প্রহরী সদা জাগ্ৰত ৷ 

অনন্ত স্বপ্নেরা উকিঝুকি দেয় 

নিরন্ন হাঁড়িতে। সাজানো কথার 

বর্ম খুলে ফেলেছে অক্ষর__

গণতন্ত্র মানে,মানুষের জন্যে 

মানুষের দ্বারা, মানুষের শাসন।


সবই আজ ছড়ানো অক্ষর। 

অবিন্যস্ত রাত,আলুলায়িত 

প্রহরীরা হেঁটে যাচ্ছে পথে 

আর লিখে রাখতে চেয়েছে 

কয়েকটি যৎসামান্য কবিতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন