এবার এসো নামি
-----অমল কুমার মাজি
ক্ষুব্ধ তপন মগ্ন আপন তেজে
রুদ্রবীণায় দীপক ঝঙ্কারিছে
ক্রন্দনরোল উঠিল বিশ্বে বেজে
ভুবন বক্ষে বিষাদ সঞ্চারিছে।
দগ্ধ বৃক্ষ,প্রাণহীন জলাশয়
তপ্ত জৈষ্ঠ্য,করুণ কঠিন ক্ষণ
দীর্ঘ দিবসে কি যেন কিসের ভয়
কে যেন ক'রেছে ধ্বংসের মহাপণ।
হে আষাঢ় এসো শান্তির বারিধারে
মেঘমল্লারে হোক নব অভিষেক
ডাকিছে ধরণী তোমারেই বারে বারে।
প্রাণে প্রাণে করো আনন্দ উদ্রেক।
রমঝম তব বাজিয়ে নূপূর ধ্বনি
শান্তির বারি বরিষ ধরণী মাঝে
এসো সুন্দর শ্যামল নয়নমনি
সাজাও পৃথিবী নব পল্লব সাজে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন