বাদল- ধরা
-----কিশোর কুমার ভট্টাচার্য
জানিনে ঠিক
কোন সময় থেকে
আছি বসে
তোমার পথ চেয়ে।
এটা কী
ঊষা না গোধূলি ছিলো
তা-ও আজ আর
পড়ছে না মনে।
কবে যে তুমি
আমার সর্বাঙ্গে
দিয়েছিলে শীতল চুম্বন
আজ আর পারছি না
মনে করতে।
তোমার তো তা-তে
কী আসে যায়?
আমার উচাটন
তোমার মনে আনন্দ জাগায়!
গ্রীষ্মের দহন জ্বালা
শরীরে ফোঁটায় হূল।
বিষফোঁড়া, ঘামাচি,
চুলকানির বাড়ন্তে বাঁধে গন্ডগোল।
আমার বুকের উপর
নিজেকে যখন দাও
উজার করে ,
ময়ূর নাচে রং বেরং এ-র পেখম ধরে।
তৃষ্ণা মেটায়
তৃষিত চাতক চাতকী,
শীর্ণকায়া নদীও
হয় রূপবতী
যৌবনা,গর্ভবতী।
আমি ধরা!
আমার দেহ- মনের দহন
তোমার আগমনে হবে দমন।
তুমি এসো, এসো আমার ই 'পরে।
হে বাদল!
আমি তোমারই কল্পনা,
এসো, এসো
দু' জনে মিলে আঁকি
প্রেমেরই আলপনা।
রচনাকাল:- ০৩/৬/২০২৩, শনিবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন