সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১১ জুন, ২০২৩

অমলেন্দু চৌধুরী


 হে বন্ধু 


      -----অমলেন্দু চৌধুরী


 হে মানব, 

উঠো জাগো করো নাকো ভয়, 

তোমা ধনে তুমি ধনী, 

করো দারিদ্রতা জয়। 

জাগো জাগো, বিকশিত হও 

এই জ্ঞানের পাড়ে, 

যতো খেদ অভাব, বিসর্জন করো 

অজ্ঞানের সরোবরে। 

বৃথা ভয়, সকল হবে ক্ষয় যতো 

যতো বলুক লোকে, 

নিন্দুকের পাল্লা ভারী, 

বলে বলুক লোকে নিন্দুকে। 

ঈর্ষা কিছু আসে আসুক, 

করো না তুমি ভয়, 

কর্তব্যের পথে চলো,


হবে হবে জয় নিশ্চয়। 

দেহ আছে মৃত্যু আছে, 

আছে জগত খেলা, 

জাদুকর জাদু করে করে, 

এ ভূবন মেলা।


নদী হয়ে মিলে যাও, 

যাও তোমার মন্থন সাগরে, 

তুমিই অশান্ত তুমিই প্রশান্ত, 

নীলাচল লীলা করে। 

ত্যাগ দাও সেবা দাও, 

হও হও তুমি নিৰ্ভীক,

তুমিই এ সকল সকল, 

জগত তোমাতে শিক্ষা নিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন