সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১১ জুন, ২০২৩

জয়ন্ত দেবনাথ


 আমার নবার্ক

           ------জয়ন্ত দেবনাথ


কবিতাকে পাই না খুঁজে

তুমি তাকে চাও। 

ছন্দ ছাড়া লেখা-কথা, কাব্যের স্বাদ পাও। 

ছন্দ যদি বা হল, নেই কোন অর্থ, 

তবু হ'তে হবে কবি, নেই কোন শর্ত। 

ভস্মেতে ঘি ঢেলে ছাঁইতে রত্ন খোঁজ! 

যার নেই কোন বোধ, তাকেও 'বিজ্ঞ'বোঝ! 

যে ফুলে সুবাস নেই পাঁপড়ির রঙ দেখ, 

যার কোন জ্ঞান নেই, তার থেকেও কিছু শেখ! 

যে কথা হল গাঁথা নেই রস-অর্থ । 

এখানেই সার্থকতা এ আমার 'নবার্ক'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন