একটি সাহিত্য পত্রিকা
----নিরঞ্জন দাস
চলন্ত ট্রেনের কামড়ায় পাহাড় দর্শন।
নীচে রূপালী নদী।
আকাশে মেঘের হাতছানি,
বৃষ্টি হয়ে ঝরবে সহসা।
তপ্ত হৃদয়ে কিছুটা স্বস্তি।
এসো বৃষ্টি অঝোর ধারায়।
বৃষ্টিস্নাত করো মন।
মনে পড়ে পরিযায়ী হৃদয়ে,
ভালবাসার বাইশে জুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন