সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

রাজেশ ভট্টাচার্য্য

 
               শ্রাবণ ধারা
          
                    -----রাজেশ ভট্টাচার্য্য       

টিপটিপ পড়ে ধারা তবু নাহি ক্ষান্ত।
জনপদে কেহ নাই সবই যেন শান্ত।
মিটি মিটি কেহ চলে গায়ে যেন জড়তা।
ঘরে ফিরে আসে কেহ বেলা বাজে বারোটা।
ছাতা নিয়ে যায় কেহ পাতা নিয়ে যায়।
আনন্দে মাতিয়া উঠে মাছেরা বেড়ায়।
জাল নিয়ে জেলেরা মাছ ধরতে আসে।
খেতে খেতে বকেরা ধ্যানেতে বসে।
টপ করে বকেরা আহার নিয়ে আসে।


রচনাকাল:- ১৫/০৬/২০০৫ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন