শ্রাবণ ধারা
-----রাজেশ ভট্টাচার্য্য
টিপটিপ পড়ে ধারা তবু নাহি ক্ষান্ত।
জনপদে কেহ নাই সবই যেন শান্ত।
মিটি মিটি কেহ চলে গায়ে যেন জড়তা।
ঘরে ফিরে আসে কেহ বেলা বাজে বারোটা।
ছাতা নিয়ে যায় কেহ পাতা নিয়ে যায়।
আনন্দে মাতিয়া উঠে মাছেরা বেড়ায়।
জাল নিয়ে জেলেরা মাছ ধরতে আসে।
খেতে খেতে বকেরা ধ্যানেতে বসে।
টপ করে বকেরা আহার নিয়ে আসে।
রচনাকাল:- ১৫/০৬/২০০৫ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন