" ধৈর্যের জয় "
----তাপস
শেকড় যদি গভীর হয়,
হোক্ না বাতাস,নেই তো ভয়।
সাবধান হোক্,এগিয়ে যাওয়ার পথ চলা।
পেরিয়ে যাও হামাগুড়িতে
বিপদের ছোঁয়া ।
শ্বাপদরা তাকিয়ে, অতি সংগোপনে।
ছিঁড়ে খাবে ,করবে হনন ।
সততার পথ অধিক বিপদময়,
ধৈর্যের পথে নামে সাফল্য।
হাসতে শিখো ,জয় হবে নিশ্চয়,
বাঁধা পেরিয়ে হবে বিশ্ববিজয়।
রক্ত চক্ষুর আড়ালে লেখা হবে ইতিহাস,
পড়বে সবে তোমার বিজয় কথন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন