আধুনিকতা
----কবিতা সরকার
আজও নবজাতক শিশু কাঁদে
হাসপাতালের বেডে
নেয় না কেউ কোলে তুলে
কন্যা সন্তান বলে ।
শিখছে শিশু সকল ভাষা
মাতৃভাষা- ই আস্তাকুঁড়ে
শিক্ষা যাচ্ছে রসাতলে
উপার্জনের নেশায় পড়ে ।
চাইছে নারী এগিয়ে যেতে
যুগের সাথে সমান তালে
নির্যাতনের পিছুটানে
পড়ছে বাঁধা অন্ধকারে ।
কান পাতলে চারিদিকে
সত্য নয় মিথ্যা জোটে
সম্পর্ক যায় মিথ্যা প্রেমে
হৃদয় ভাঙে শব্দবানে ।
যন্ত্র আরও বাড়িয়ে তোলে
সভ্যতার এই যন্ত্রণাকে
সুখ- দুঃখ ফুটে ওঠে
মনের বেশি স্ট্যাটাসে ।
সম্পর্করা পড়েছে বাঁধা
ছোট্ট একটা সেলফোনে
মা কে তাদের মনে পড়ে
যেমন ধরো - মাদারস ডে তে!
শেষ বয়সে পৌঁছে তাই
বাবা মা-রা ঘুরছে পথে
তাদের সন্তান সংক্রমিত
সো কলড্..............
আধুনিকতার ভাইরাসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন