সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

অভিষিক্তা রায়


                         হারানো বিকেল

                                     -----অভিষিক্তা রায় 

কেউ ছুটে আসে আম কুড়োতে,কেউ বা কুড়োয় স্মৃতি-
গল্প বৈশাখের বিকেল বেলার,আজ টেনেছে ইতি;
কত না ছিলো হাসির খোরাক,আড্ডা অবিচল-
বাগানটাও আজ একলা পরে,জড়িয়ে স্মৃতির ঢল।

চারটে ছিলো রঙিন পাতা,একটা উপন্যাস-
ফেব্রুয়ারির কালবৈশাখী ঝড়ে ঘোষিত সর্বনাশ;
একটা পাতা পরলো ছিঁড়ে,মুছলো যত গল্প-
ক্যানভাসও তাই হয়েছে ধূসর,মাখলো না রঙ অল্প।

সেদিন ছিলো ছুটোছুটি, কুঁড়ি-মুকুল খেলা-
নোঙর তোলা নৌকো হয়ে পার করেছি বেলা;
আজকে সমস্ত অনুভব জুড়ে পদ্মমধুর গান-
মুহূর্তেরা অর্থ খোঁজে,আঁকড়ে গোপন নিজস্ব অভিধান।

এখন শুধুই গ্যালারি জুড়ে স্মৃতিচারণের রেশ-
যা ছিলো সব রঙিন পুঁথি,আজ সেসবই শেষ;
মাঝরাতে আজও ঘুমের ঘোরে কাঁপিয়ে তোলে সে ট্র্যাজেডি-
মন হেসে বলে সেই দিনগুলো ফিরে পাওয়া যেত যদি।

ঠিক তখনই বাস্তবতা হাত ধরে বলে যেই-
খুঁজছিস যাকে,তাকে যে আর ফিরে পাওয়ার পথ নেই;
মনে মনে বলি ভালো থাক তুই,ভালো থাকাদের দেশে-
 উদাসী বিকেলে মন কেমনেরা বাগান পথেই মেশে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন