আহত সৈনিক
----ডাঃ রথীন্দ্র কুমার নাগ
মৃত্যু পথ যাএী , আমি আহত সৈনিক।
দেখেছি ভোরের সূর্যোদয়।
ভেবেছি শুধু বারে বার
দেখা হবে কী ? নব সূর্যোদয় আবার।
ডুবন্ত সূর্য স্পর্শ করেছে মোরে।
প্রাণে দিয়েছে স্নেহের ছায়া।
প্রলেপ দিয়েছে আঘাতে,
স্নিগ্ধ শীতল ছায়া ।
মৃত্যুর পথ যাএী, আমি আহত সৈনিক।
আজ বড়ই ক্লান্ত , ছিন্ন দেহে
মন ভীষণ ভারাক্রান্ত,
কত সৈনিক বন্ধুর শব।
দেখেছি আমি স্বচক্ষে
ফেলেছি চোখের জল,
বারণ করেছি শুধু অশ্রু।
তেষ্টায় ফেটেছে বুকের ছাতি।
নাকে শুধু বারুদের গন্ধ,
রক্তে রাঙা দেহে ছট ফট করছি,
আমি আহত সৈনিক, শুধু হ্যায় হ্যায়
আমি মৃতুর পথ যাএী, আহত সৈনিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন